thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

লেনদেনের প্রথম দিন থেকে লক-ইন পিরিয়ড শুরু

২০১৯ মে ০৯ ১০:৪২:৪৯
লেনদেনের প্রথম দিন থেকে লক-ইন পিরিয়ড শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : এখনো বিক্রয়যোগ্য হয়নি (লক-ইন ফ্রি) এমন সব শেয়ারে লেনদেনের প্রথম দিন থেকে লক-ইন গণনা করা হবে বলে ডিরেকটিভ জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৮ মে) কমিশন এই তথ্য প্রকাশ করেছে।

লক-ইন ফ্রি হয়নি এমন শেয়ারের মধ্যে রয়েছে-ভিএফএস থ্রেড ডাইং, এম.এল ডাইং, ইন্দো-বাংলা ফার্মা, সিলভা ফার্মাসিউটিক্যালস, কাট্টালি টেক্সটাইল, এস.এস স্টিল, এস্কয়ার নিট কম্পোজিট ও জেনেক্স ইনফোসিস।

এর আগে প্রসপেক্টাসের সংক্ষিপ্ত সংস্করন প্রকাশের দিন থেকে লক-ইন গণনা করা হতো। তবে লক-ইন এর মেয়াদ আগের ন্যায় উদ্যোক্তা/পরিচালকদের ও ১০ শতাংশ বা এর বেশি শেয়ারধারীদের জন্য ৩ বছর ও বাকিদের জন্য ১ বছর প্রযোজ্য। যা কমিশন শীঘ্রই পরিবর্তন করে, সবার জন্য ৩ বছর লক-ইন করতে যাচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর