thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পরকীয়া বিবাহবিচ্ছেদে খোরপোষ না

২০১৩ নভেম্বর ০৯ ১৯:০১:০১
পরকীয়া বিবাহবিচ্ছেদে খোরপোষ না

দিরিপোর্ট২৪ ডেস্ক : পরকীয়ার কারণে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হলে স্বামীকে খোরপোষ দিতে হবে না বলে রায় দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দক্ষিণ মুম্বাইয়ে ৩৮ বছর বয়সী এক নারীর করা মামলার প্রেক্ষিতে শুক্রবার আদালত এ রায় দেয়।

৪০ বছর বয়সী স্বামীর ডিভোর্স মঞ্জুর করে আদালত বলেন, ‘বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক রাখা স্ত্রীকে স্বামী ডিভোর্স দিলে সে তার স্বামীর কাছ থেকে ভরণ-পোষণ বা অন্য কোনো সুবিধা পাবে না্।’ এ ধরনের পরকীয়া সম্পর্কের জন্য ঐ নারী নিজেই দায়ী বলে জানায় আদালত।

১৯৯৯ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ওই দম্পত্তির ১২ বছরের একটি সন্তান আছে।

২০০৫ সালে ওই নারীর পরকীয়ার ঘটনা প্রকাশ হওয়ার পর তার স্বামী তাকে ডিভোর্স দেয়। এরপর সে তার স্বামী, শ্বশুর, সৎ-শাশুড়ি ও ননদের বিরুদ্ধে যৌতুক চাওয়া ও মারধর করার অভিযোগে মামলা দায়ের করে। কিন্তু আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে তার আবেদন খারিজ করে দেয়।

স্বামী ও প্রতিবেশিদের দেওয়া সাক্ষ্য ও তথ্যে ওই নারী এক প্রতিবেশীর সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিল বলে প্রমাণিত হয়। এরই প্রেক্ষিতে আদালত এ রায় দেয়।

(দিরিাপোর্ট২৪/এসকে/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর