thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ইয়াঙ্গুন থেকে ফিরলেন বিমান দুর্ঘটনায় আহতরা

২০১৯ মে ১১ ০৮:০৩:২১
ইয়াঙ্গুন থেকে ফিরলেন বিমান দুর্ঘটনায় আহতরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটির আহত পাইলট, কেবিন ক্রুসহ ১০ আরোহী দেশে ফিরেছেন।

শুক্রবার (১০ মে) রাত পৌনে ১১টার দিকে বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

আহতদের মধ্যে দুর্ঘটনাকবলিত বিমানের দুই পাইলট ও দুজন কেবিন ক্রু রয়েছেন।

শুক্রবার বিকেল চারটার দিকে আহত আরোহীদের দেশে ফিরিয়ে আনতে বিমানের একটি বিশেষ ফ্লাইট ইয়াঙ্গুন রওনা হয়। মিয়ানমার পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, আহত আরোহীরা মিয়ানমারের দুটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ছাড়পত্র দেয়া হয়েছে। আহত আরোহীদের মধ্যে অনেকে মিয়ানমারে চাকরি ও ব্যবসা করেন। তাই যেসব যাত্রী ফিরে আসতে চেয়েছেন তাদেরই দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটি গত বুধবার সন্ধ্যায় ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনায় পড়ে। যদিও দুর্ঘটনায় যাত্রীসহ ৩৩ আরোহীর সবাই প্রাণে বেঁচে যান। এদের মধ্যে দুজন পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। আহতদের মধ্যে ১৯ জনকে ইয়াঙ্গুনের নর্থ ওক্কালাপা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ যাত্রীর মধ্যে ১৫ জন বাংলাদেশি, পাঁচজন চীনা, তিনজন মিয়ানমার, দুজন ব্রিটিশ নাগরিক। এ ছাড়া ডেনমার্ক, ফ্রান্স, কানাডা ও ভারতের একজন করে যাত্রী ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর