thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

গানে গানে রোমান্স ছড়াবেন ইভানা

২০১৯ মে ১১ ১৭:৩৭:১৬
গানে গানে রোমান্স ছড়াবেন ইভানা

দ্য রিপোর্ট ডেস্ক: ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন এঁকেছিলেন পারসা ইভানা। সেই স্বপ্ন বুকে নিয়েই ২০১৩ সালে ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ প্রতিযোগিতায় নাম লেখান। শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি চ্যাম্পিয়নও নির্বাচিত হন।

এরপর থেকেই তিনি নিয়মিত পথ চলছেন শোবিজে। তবে ঘটনাক্রমে বাঁকবদল ঘটে তার ক্যারিয়ারে; নৃত্যে থিতু না হয়ে প্রতিষ্ঠা পেতে থাকেন টিভি নাটকে। এখন নিয়মিতই কাজ করে যাচ্ছেন নাটক-টেলিফিল্মে।

সেই ধারাবাহিকতা নিয়ে সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন ইভানা। রাজধানীর উত্তরায় সম্পন্ন হয়েছে নতুন এই মিউজিক ভিডিওটির শুটিং। ‘এখন তুমি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি এবং সুর ও সংগীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ‘গ্রহণ’ গানের শিল্পী ইভান শেখ। গানের কথার সঙ্গে মিল রেখে একটি সুন্দর গল্পে এর ভিডিও নির্মাণ করেছেন রাফসান সানি। এই মিউজিক ভিডিওতে
ইভানার সঙ্গে জুটি বেঁধেছেন আরজে থেকে অভিনয়ে নাম লেখানো মুশফিক আর ফারহান।

পারসা ইভানা এ গান নিয়ে বলেন, ‘গানের কথা ও সুরটা খুবই চমৎকার। মনে দাগ কাটে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর যে গল্পে কাজটি করেছি সেটিও দারুণ। এখানে আমাকে রোমান্টিকতার পাশাপাশি একইসাথে নায়িকা ও ভিলেন চরিত্রে দেখা যাবে। একটু অন্যরকম চরিত্রে কাজটি করতে পেরে ভাল লাগছে।’

গানের কণ্ঠশিল্পী ইভান শেখ বলেন, ‘একটু স্যাড ঘরানার গান করেছি। তবে এখানে রোমান্টিকতা থাকবে। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। এই গান ও ভিডিওর সঙ্গে জড়িত সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন। আশা করছি সবার ভাল লাগবে।’

আসছে ঈদ উপলক্ষে ‘ই সিরিজ’র ব্যানারে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর