thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

উত্তরা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে, লভ্যাংশ কমেছে

২০১৯ মে ১২ ১৩:১৫:২৬
উত্তরা ফাইন্যান্সের মুনাফা বেড়েছে, লভ্যাংশ কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্সের আগের বছরের তুলনায় ২০১৮ সালের ব্যবসায় মুনাফা বেড়েছে। তবে কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ ঘোষণার পরিমান কমিয়ে এনেছেন।

পর্ষদের এমন অনাকাঙ্খিত সিদ্ধান্তে রবিবার (১২ মে) কোম্পানিটির শেয়ার দরেও পতন হয়েছে, যা সার্বিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০১৭ সালে শেয়ারপ্রতি ৭.২৫ টাকা হিসেবে মোট ৯০ কোটি ৭৭ লাখ টাকার মুনাফা হয়েছিল। যা ২০১৮ সালে বেড়ে হয়েছে ১০৩ কোটি ৫৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৮.২৫ টাকা। ব্যবসায় এমন উত্থানের পরেও কোম্পানিটির পর্ষদ ২০১৭ সালের সুপারিশকৃত ৩০ শতাংশ নগদ লভ্যাংশ এ বছর কমিয়ে এনেছেন ২০ শতাংশে।

কোম্পানিটির পর্ষদ ২০১৮ সালের ১০৩ কোটি ৫৬ লাখ টাকার নিট মুনাফার বিপরীতে ২০ শতাংশ হারে ২৫ কোটি ৪ লাখ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডারদের মাঝে ২০১৮ সালের মুনাফার মাত্র ২৪ শতাংশ লভ্যাংশ আকারে বিতরনের সিদ্ধান্ত নিয়েছেন। বাকি ৭৮ কোটি ৫২ লাখ টাকা বা ৭৬ শতাংশ কোম্পানিতেই রেখে দেওয়া হবে।

উল্লেখ্য শনিবার (১১ মে) উত্তরা ফাইন্যান্সের শেয়ার দর ছিল ৬৫ টাকা। তবে লভ্যাংশে ধসের কারনে শেয়ারটি রবিবার সকাল সাড়ে ১১টায় ৬০.৬০ টাকায় নেমে গেছে। এক্ষেত্রে দর পতন হয়েছে ৬.৭৭ শতাংশ।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ১২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর