thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চতুর্থ শিরোপা মুম্বাইয়ের

২০১৯ মে ১২ ২৩:৫২:৩৭
চতুর্থ শিরোপা মুম্বাইয়ের

দ্য রিপোর্ট ডেস্ক : চতুর্থ আইপিএল শিরোপা মুম্বাই ইন্ডিয়ান্সের। শেন ওয়াটসনের ব্যাটে চড়েও জিততে পারেনি চেন্নাই। ১ রানের শ্বাসরুদ্ধকর জয় ছিনিয়ে নিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস ।

রবিবারের ফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জিতেছে শেষ বলে। তাতে রেকর্ড চারবার এই শিরোপা জিতলো মুম্বাই। এর আগে তারা চ্যাম্পিয়ন হয় ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে।

হায়দরাবাদে আগে ব্যাট করতে নেমে কিয়েরন পোলার্ডের ব্যাটে ৮ উইকেটে ১৪৯ রান করে মুম্বাই। এরপর শেন ওয়াটসনের দুরন্ত এক ইনিংসে জয়ের সম্ভাবনা জাগায় চেন্নাই। কিন্তু শেষ ওভারে আর পেরে ওঠেনি তারা। ২০ ওভারে ৭ উইকেটে চেন্নাই করে ১৪৮ রান।।

শেষ ওভারে ৯ রান দরকার ছিল চেন্নাইয়ের। ক্রিজে ওয়াটসনের সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ৪ রান দূরে থাকতে চতুর্থ বলে দুটি রান নিতে গিয়ে রানআউট হন ওয়াটসন। ৫৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৮০ রান করেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। নেমেই শারদুল ঠাকুর দুটি রান নিলে ম্যাচের উত্তেজনা গড়ায় শেষ বলে, দরকার ছিল ২ রান। কিন্তু লাসিথ মালিঙ্গার ইয়র্কারে শারদুল এলবিডাব্লিউ হলে শ্বাসরুদ্ধকর জয় পায় মুম্বাই।

এর আগে মুম্বাইয়ের টপ অর্ডার ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। তবে পোলার্ড ২৫ বলে তিনটি করে চার ও ছয়ে ৪১ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

এনিয়ে চারবার ফাইনালে মুখোমুখি হয়েছিল চেন্নাই ও মুম্বাই। ২০১৩ ও ২০১৫ সালের পর টানা তৃতীয়বার শিরোপার লড়াইয়ে তাদের হারালো মুম্বাই।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর