thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চুয়াডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

২০১৯ মে ১৩ ১০:৫৭:১৪
চুয়াডাঙ্গায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জেলার সদর উপজেলায় অজ্ঞাতপরিচয় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীর (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার জাফরপুর এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শামীম কবীর জানান, ভোররাতে টহল পুলিশের সদস্যরা ওই নারীর রক্তাক্ত লাশ হাসপাতালে রেখে যান। মাথার একাংশ থেঁতলে যাওয়া ও শরীরের বেশ কিছু জায়গায় ক্ষতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত নারী একজন বুদ্ধিপ্রতিবন্ধী। বেশ কিছুদিন ধরে জাফরপুর এলাকায় তাঁকে দেখা গেলেও কেউ নাম-পরিচয় জানাতে পারেনি।’

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর