thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

২০১৯ মে ১৩ ১৪:২৪:০৬
যশোরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

যশোর প্রতিনিধি : যশোরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ হোসেন সাতমাইল বাজার এলাকার জুলফিকার আলীর ছেলে ও আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের ভাই ইমরান বলেন, সোমবার সকালে ইমতিয়াজ সাতমাইল বাজারের পাশে থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় যশোর থেকে ঝিনাইদহমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর