thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুষ্টিয়ায় বজ্রপাতে চাচী-ভাতিজা নিহত

২০১৯ মে ১৪ ০৯:১৪:১৩
কুষ্টিয়ায় বজ্রপাতে চাচী-ভাতিজা নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: জেলার ভেড়ামারা উপজেলায় কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে একই পরিবারের দুইজনের প্রাণহানি হয়েছে।

সোমবার রাতে উপজেলার মোকারমপুর ইউনিয়নের মহারাজপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মহারাজপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী রুমা খাতুন (৩৪) এবং জহুরুলের ছোট ভাই টুটুল ইসলামের ছেলে রাতুল (১৬)।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল মারুফ জানান, সোমবার রাত ৯টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। এ সময় মহারাজপুর গ্রামের রুমা খাতুন ও তাঁর দেবরের ছেলে রাতুল আম কুড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন।

পরে পরিবারের লোকজন রুমা ও রাতুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর