thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নারায়ণগঞ্জে বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের

২০১৯ মে ১৪ ১৪:৪৯:২৩
নারায়ণগঞ্জে বেতনের দাবিতে সড়ক অবরোধ শ্রমিকদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় প্যারাডাইজ ক্যাবলের চার শতাধিক শ্রমিক ৫ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা ১১টার দিকে ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। এতে গুরুত্বপূর্ণ সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দেড় ঘণ্টা পর ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

শ্রমিকদের নেতৃত্ব দেয়া ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্ট ওয়াকার্স জেলা কমিটির সাধারন সম্পাদক রাজু জানান, কুতুবআইলে অবস্থিত প্যারাডাইজ ক্যাবলে নারী পুরুষ মিলিয়ে চারশ শ্রমিক চলতি মাসসহ ৫ মাস ধরে কোন বেতন ভাতা পাচ্ছেনা।

মালিক পক্ষ দেই-দিচ্ছি করে মাসের পর মাস ধরে বেতন দিচ্ছেনা। এতে বাধ্য হয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

দ্রুত বেতন ভাতা পরিশোধ না করলে আরো কঠোর আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেন শ্রমিকরা।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর