thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

পাকিস্তানেই প্রথম টি-টোয়েন্টি শুরু হয়: আফ্রিদি

২০১৯ মে ১৪ ১৭:১৬:৪৬
পাকিস্তানেই প্রথম টি-টোয়েন্টি শুরু হয়: আফ্রিদি

দ্য রিপোর্ট ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাব পাল্টে দিয়েছে ক্রিকেট দুনিয়ার হিসেব নিকেশ। কর্পোরেট দুনিয়ায় পাঁচ দিনের টেস্ট দেখার চেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের প্রতিই ঝুঁকছেন ক্রীড়ামোদীরা।

উইকিপিডিয়ার তথ্যমতে, ২০০৩ সালে ইংল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়।

তবে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন, পাকিস্তানেই সর্বপ্রথম টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হয়।

সম্প্রতি প্রকাশিত হয় শহীদ আফ্রিদির আত্মজীবনীমূলক বই ‘গেম চেঞ্জার’। সেখানে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, রমজানের মাসে দিনভর প্রখর রোদে বাড়ির বাইরে বের হতে না পারা এবং উপবাস রক্ষার কারণে মাঠে নামা সম্ভব ছিল না। এই কারণে সন্ধ্যায় কৃত্রিম আলো জ্বালিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বসতো করাচির প্রতিটি মহল্লায়।

পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেন, আশির দশকে পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়ে টি-টোয়েন্টি ক্রিকেট। পরে করাচিতে শুরু হওয়া ক্রিকেটের এই সংস্করণই আইসিসির অনুমোদন লাভ করে এবং সারা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর