thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

টোয়েন্টি২০ বিশ্বকাপের টিকিট ১৭ নভেম্বর থেকে

২০১৩ নভেম্বর ০৯ ১৯:১১:২৭
টোয়েন্টি২০ বিশ্বকাপের টিকিট ১৭ নভেম্বর থেকে

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটের ২০১৪ সালের আসর বসছে বাংলাদেশে। প্রতিযোগিতার একক আয়োজক বাংলাদেশ। ফলে টিকিট প্রাপ্তি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল ১০ নভেম্বর। শনিবার হঠাৎ করেই তা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী ৭ নভেম্বর থেকে আইসিসির ওয়েবসাইটসহ নির্ধারিত ১০০টি কাউন্টারে টিকিট পাওয়া যাবে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা টোয়েন্টি২০ বিশ্বকাপের টিকিট ক্রয় করতে পারবেন অগ্রণী ব্যাংকের সব শাখা থেকে। স্থানীয় ও বিদেশি দর্শকরা যাতে সহজেই টিকিট পেতে পারেন সেজন্য টিকিট বিক্রির সময় এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

১৭ মার্চ বাংলাদেশের ম্যাচ দিয়ে পুরুষ বিভাগের প্রথম রাউন্ড শুরু হবে। প্রমীলা বিভাগের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড মুখোমুখী হবে ২৩ মার্চ।

উল্লেখ্য, টোয়েন্টি২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টিকিটের সর্বনিম্ন মূল্য ৫০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়। সেমিফাইনাল ও ফাইনালে সর্বনিম্ন যথাক্রমে ১০০ ও ২০০ টাকা এবং সর্বোচ্চ ৩ হাজার ও ৪ হাজার টাকা।

প্রমীলাদের ম্যাচ দেখার জন্য দর্শকদের কোনো টিকিট প্রয়োজন হবে না। শুধু সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। প্রমীলা ক্রিকেট বিশ্বকাপের প্রথম রাউন্ডের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটের বিভাগীয় স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

(দিরিপোর্ট২৪/এএস/সিজি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর