thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

পেনিনসুলা ব্যালেন্স ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

২০১৯ মে ১৫ ০৯:৩৩:৫৮
পেনিনসুলা ব্যালেন্স ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘পেনিনসুলা ব্যালেন্স ফান্ড’ নামের একটি বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৬৮৬তম কমিশন সভায় মিউচ্যুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো. মো: সাইফুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র ২০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ২ কোটি টাকা দিবে। বাকি ১৮ কোটি সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।

বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।

বে-মেয়াদী ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। আর ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর