thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নেত্রকোণায় ঋণের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

২০১৯ মে ১৬ ০৮:২৮:২৮
নেত্রকোণায় ঋণের বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ঋণ নিয়ে বিরোধের জের ধরে জুবায়ের হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

বুধবার (১৫ মে) দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হাসানের মা-বাবাসহ পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন।

নিহত হাসান একই গ্রামের রহুল আলমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি মো. ইমারত হোসেন গাজী জানান, উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে আবুল কালামের সঙ্গে জুবায়ের হাসানের ঋণের টাকা নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে বুধবার দিনগত রাতে হাসানের ওপর অতর্কিত হামলা চালনো হয়। এসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা হাসানকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করে প্রতিপক্ষের হামলাকারীরা। এতে হাসানের মা-বাবাসহ পাঁচজন আহত হন।

রাত ৩টার দিকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর প্রতিপক্ষ কালাম ও তার স্ত্রী-সন্তানকে আটক করেছে পুলিশ বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর