thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

২০১৯ মে ১৬ ০৯:৪৬:৩৬
বরগুনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

বরগুনা প্রতিনিধি : বরগুনায় ভুল চিকিৎসায় সুখি বেগম নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১৫ মে) রাত ৮টার দিকে বরগুনা টাউনহল সংলগ্ন কুয়েত প্রবাসী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।

নিহত সুখির স্বজন জসিম জানান, দুপুরে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুখিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।

রাত ৮টায় দায়িত্বরত চিকিৎসক সুখির অস্ত্রোপচার করার জন্য অপারেশন থিয়েটারে নেন। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে তিনি জানান, বাচ্চা বেঁচে থাকলেও প্রসূতি মারা গেছেন।

এসময় সুখির পরিবারের লোকজন মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কৌশলে পালিয়ে যায় হাসপাতালের ম্যানেজার, চিকিৎসক ও নার্সরা। বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন নিহতের স্বজনরা।

সুখি বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালীয়াতলী ইউনিয়নের বাসিন্দা শাহীনের স্ত্রী।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, প্রসূতি মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর