thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঝিনাইদহে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

২০১৯ মে ১৭ ২০:০৮:২০
ঝিনাইদহে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পুটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ফাতেমা খাতুন (৫) ও মিম খাতুন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাত বোন।

বৃহস্পতিবার রাতে দোগাছি ইউনিয়নের পুটিয়া গ্রামের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ফাতেমা খাতুন পুটিয়া গ্রামের বাবলু জোয়ার্দ্দার ও মিম খাতুন একই গ্রামের বজলু জোয়ার্দ্দার মেয়ে।

দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান ইছাহাক আলি জানান, বৃহস্পতিবার শিশু দু’টি সন্ধ্যার একটু আগে বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করতে করতে কোনো এক সময় পুকুরের পানিতে নেমে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি স্বজনেরা। পরে রাতে শিশু দু’টির লাশ পুকুরে ভেসে ওঠে।

চেয়ারম্যান ইছাহাক আলি আরও জানান, খবর পেয়ে তিনি পুটিয়া গ্রামে গিয়েছিলেন। দুই শিশুর মৃত্যুতে পুটিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১৯,২০১৯)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর