thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

২০১৯ মে ১৮ ০৮:৫৪:৫২
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নুরুজ্জামান জনি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ মে) রাতে উপজেলার মাওহা ইউনিয়নের নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি একই এলাকার বাসিন্দা।

গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, একটি মারামারির ঘটনায় ২০১৮ সালের ১৮ মার্চ মাসে জনিকে আসামি করে মামলা করেন নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এর এক পর্যায়ে জনিকে কুপিয়ে জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জনির মৃত্যু হয়।

নুরু মিয়ার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর