thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ওই ওভারটাই টার্নিং পয়েন্ট ছিল: মোসাদ্দেক

২০১৯ মে ১৮ ০৯:০৪:১১
ওই ওভারটাই টার্নিং পয়েন্ট ছিল: মোসাদ্দেক

দ্য রিপোর্ট ডেস্ক : ফ্যাবিয়ান অ্যালেনের ওভারে মোসাদ্দেকের তাণ্ডবই দলকে এনে দেয় জয়ের স্বস্তি। ২২তম ওভারে তিন ছক্কা ও এক চারে ২৫ রান নিয়ে দলের জয়কে হাতের মুঠোয় এনে দেন সৈকত।

শুক্রবার (১৭ মে) দিবাগত রাতে ২২তম ওভার নিয়ে মোসাদ্দেক বলেন, ‘ওই ওভারটাই ছিল আমাদের ম্যাচ জয়ে টার্নিং পয়েন্ট। ওই ওভারের পর সবাই বুঝে গেছে ম্যাচের ফল কী হতে যাচ্ছে।’

২৪ ওভারে ২১০ রানের লক্ষ্য তাড়া করা প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, ‘যখন ফিল্ডিং শেষ করে এলাম, তখন মাশরাফি-মুশফিক-তামিম-রিয়াদ ভাই বলছিলেন, আমাদের যে ব্যাটিং সামর্থ্য আছে, পুরো টুর্নামেন্টে আমরা যেমন ব্যাটিং করেছি, যদি আমরা শেষ পর্যন্ত খেলতে পারি, তাহলে এই রান তাড়া করা সম্ভব।’

মোসাদ্দেক আরও ‘প্রথম একটা শিরোপা জিতেছি, এটা অনেক ভালো লাগার বিষয়। সেটাও আবার বিদেশের মাটিতে, ভালো একটা দলের বিপক্ষে। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হলো। এভাবে খেলতে পারলে বিশ্বকাপে আশা করি ভালো একটা ফল পাব।’

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর