thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাউধার ভিসেরা প্রতিবেদন চেয়েছে ইন্টারপোল

২০১৯ মে ১৮ ০৯:২৩:২১
রাউধার ভিসেরা প্রতিবেদন চেয়েছে ইন্টারপোল

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ছাত্রী মালদ্বীপের নাগরিক মডেল রাউধা আতিফের মৃত্যুর ঘটনায় ভিসেরা, ময়নাতদন্ত ও সুরুতহাল প্রতিবেদন চেয়েছে ইন্টারপোল।

মালদ্বীপ সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশকে এ ব্যাপারে চিঠি দেয়া হয়েছে। এরপরই মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) রাজশাহী কার্যালয় থেকে এসব কাগজপত্র তলব করে পুলিশ সদর দফতর।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিবিআইর ডিআইজি বনজ কুমার মজুমদার রাজশাহী অফিসকে জরুরি ভিত্তিতে মডেল রাউধার তথ্য-উপাত্ত প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন।

পিবিআই রাজশাহী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, রাউধার আত্মহত্যার ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টসহ তিনটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন চেয়েছে পুলিশ সদর দফতর। সেগুলো পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, পিবিআই তদন্তে রাউধা আত্মহত্যাই করেছিল বলে উল্লেখ রয়েছে। আমরা ইতিমধ্যে রাউধার আত্মহত্যার তদন্ত কাজ শেষ করেছি এবং আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছি। অন্যান্য সংস্থার তদন্ত শেষে পঞ্চমবারের মতো এ বিষয়ে তদন্ত কাজ চালাচ্ছিল পিবিআই।

মালদ্বীপের নাগরিক রাউধা আতিফ রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রী ছিলেন। ২০১৭ সালের ২৯ মার্চ মেডিকেলের ছাত্রী হোস্টেলে নিজ কক্ষ থেকে রাউধার লাশ উদ্ধার করা হয়।

তার মৃত্যুর ঘটনা শাহ মখদুম থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সিআইডি তদন্ত করে। এছাড়াও মালদ্বীপের পুলিশের দু’জন কর্মকর্তা বিষয়টি তদন্ত করেছেন।

তবে রাউধার বাবা মোহাম্মদ আতিফ পুলিশের আত্মহত্যার প্রতিবেদন প্রত্যাখ্যান করে আসছিলেন। ২০১৭ সালের ডিসেম্বরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে রাজশাহীর আদালত ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর