thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

২০১৯ মে ১৮ ১২:৩৯:১৯
কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের চিথলিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের মসলেম উদ্দিনের ছেলে। তিনি পৌড়াদহ এলাকায় সৌর বিদ্যুতের কাজ করতেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।

তবে এ ঘটনায় সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর