thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ঈদের নাটকে জুটি বেধেছেন রিয়াজ-অপি

২০১৯ মে ১৯ ১৩:৫২:৪০
ঈদের নাটকে জুটি বেধেছেন রিয়াজ-অপি

দ্য রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় অভিনয়শিল্পী রিয়াজ ও অপি করিপ। দু’জনকেই এখন আর তেমন একটা পর্দায় দেখা যায় না। তবে বিশেষ দিন উপলক্ষে কিছু কাজ করেন তারা। এবার ঈদ উপলক্ষে নির্মিত ‘সুইজারল্যান্ড’ শিরোনামের নাটকে দেখা যাবে অপি-রিয়াজ জুটিকে।

‘সুইজারল্যান্ড’ নাটকটি লিখেছেন মাসুম শাহরিয়ার। এতে স্বামী ও স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিয়াজ ও অপি। নাটকে আরো অভিনয় করেছেন মিলি বাশার, আজম খান, মোশাররফ প্রমুখ। এটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।

নাটকের নামকরণ প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘এটা বলতে গেলে পুরো নাটকের গল্প বলতে হবে। তাই আপতত এই বিষয়ে কিছুই বলতে চাই না। এটুকু বলব, এটা রোমান্টিক গল্পের নাটক। দর্শক দেখে আনন্দ পাবেন।’

অপি করিমের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নায়ক রিয়াজের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা হয়েছে চয়নিকা চৌধুরীর। এ বিষয়ে তিনি বলেন, ‘রিয়াজ অনেক আন্তরিক শিল্পী। সময়জ্ঞান অসাধারণ। শুটিংয়ের আগে তাকে কল টাইম দেয়া হয়েছিল ৯টা ৩০ মিনিটে। তিনি এসেছিলেন সকাল ৯ টায়। আমিই এসেছিলাম দেরি করে। অপি করিম সবসময় সময়মতো সেটে চলে আসেন। এই নাটকের সময়ও সঠিক সময়ে শুটিংয়ে এসেছিলেন তিনি।’

ঈদের বিশেষ নাটক ‘সুইজারল্যান্ড’ ঈদ আয়োজনে এনটিভিতে প্রচারিত হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর