thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

হন্ডুরাসে বিমান বিধ্বস্তে নিহত পাঁচ

২০১৯ মে ১৯ ২০:১০:৫৩
হন্ডুরাসে বিমান বিধ্বস্তে নিহত পাঁচ

দ্য রিপোর্ট ডেস্ক: হন্ডুরাসে ব্যক্তিগত একটি বিমান বিধ্বস্তে চার পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন। বিমানটি সাগরে বিধ্বস্ত হয়। নিহত পর্যটকরা কোন দেশের এ সম্পর্কে দেশটির বিভিন্ন কর্মকর্তা ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, হন্ডুরাসের রোয়াতান দ্বীপ থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। রোয়াতান আটলান্টিক মহাসাগরের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত।

নিহতদের সম্পর্কে হন্ডুরাসের আর্মড ফোর্সেসের মুখপাত্র হোসে ডমিঙ্গো মেজা বলেন, নিহত চারজন পর্যটক যুক্তরাষ্ট্রের। কিন্তু পাইলটের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে দেশটির জরুরি সেবা জানায়, নিহত চার পর্যটক কানাডার হলেও পাইলটকে চিহ্নিত করা সম্ভব হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষ অবশ্য বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনও কারণ জানায়নি। তবে তারা জানিয়েছে, এটা রোয়াতান থেকে ৪৯ মাইল দূরে ত্রুজিলোতে যাচ্ছিল। ত্রুজিলোও একটি পর্যটন কেন্দ্র যেখানে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপ থেকে প্রচুর পর্যটক যায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর