thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ময়মনসিংহে নির্জন খালের পাড় থেকে দুই নবজাতক উদ্ধার

২০১৯ মে ২০ ২০:৩৫:৩২
ময়মনসিংহে নির্জন খালের পাড় থেকে দুই নবজাতক উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে দুটি মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে নবজাতক দুটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রুহুল কুদ্দুছ খান বলেন, উপজেলার হুলিয়াজুড়ি খালের পাড়ে নবজাতক দুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। পরে তারা থানায় খবর দেয়। জায়গাটি নির্জন কেউ ফেলে গিয়েছিল।
তিনি জানান, দুই দিন ধরে মরদেহ দুটি খালের পাড়ে পড়েছিল। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত করতে হবে। এ জন্য লাশ দুটি কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর