thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো

২০১৯ মে ২১ ১১:৪০:৫৬
দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো

দ্য রিপোর্ট ডেস্ক: দ্বিতীয় মেয়াদে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জোকো উইদোদো। মঙ্গলবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। খবর বিবিসির।

এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি জরিপ সংস্থা উইদোদোর জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল।

৫৫ শতাংশের বেশি ভোট পেয়েছেন উইদোদো। তার প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো পেয়েছেন ৪৪ শতাংশের কিছু বেশি ভোট।

রাজধানী জাকার্তায় যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ৩২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে।

প্রতিদ্বন্দ্বী জেনারেল প্রাবো সুবাইন্তো এই ফলাফলকে চ্যালেঞ্জ করবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ২০১৪ সালে উইদোদোর কাছে হেরে যাওয়ার পর ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করেছিলেন প্রাবো সুবাইন্তো। তবে সেসময় তিনি আদালতে হেরে যান।

বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয় ১৭ এপ্রিল।

বেসরকারি ফলাফলে আগেই জয়ী ঘোষণা করা হয় উইদোদোকে।সেসময় ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেয় বিরোধীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ করে আসছিল তারা।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর