thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

দুই ঘন্টায় রানার অটোমোবাইলসের দর বেড়েছে ৩৮ শতাংশ

২০১৯ মে ২১ ১২:৫০:২২
দুই ঘন্টায় রানার অটোমোবাইলসের দর বেড়েছে ৩৮ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন করা রানার অটোমোবাইলস লিমিটেডের লেনদেন চলছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিক লেনদেন শুরু করে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রথম লেনদেন শুরু হয় ৯৭ টাকা ৩০ পয়সা দরে। ডিএসই সূত্র এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, লেনদেন শুরুর দুই ঘন্টায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮ শতাংশ। বেলা ১২টায় ১৩ হাজার ১৬৬ বারে কোম্পানির মোট ৩০ লাখ ৪৭ হাজার ৪৯০টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৩০ কোটি ৬৮ লাখ ৯২ হাজার টাকা।

এদিকে এ কোম্পানির শেয়ার ক্রয়ে আগামী ৩০ কার্যদিবস পর্যন্ত মার্জিন সুবিধা পাবেন না বিনিয়োগকারীরা।

এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা রানার অটোমোবাইলস লিমিটেডের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে ‘RUNNERAUTO’। আর কোম্পানি কোড হবে ১৩২৪৬। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্ক্রিপ আইডি ১৬০৩৯।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর