thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

চলতি মাসেই ২২০ মেগাওয়াট বিদ্যুৎ

২০১৩ নভেম্বর ০৯ ১৯:৪৭:০১
চলতি মাসেই ২২০ মেগাওয়াট বিদ্যুৎ

দিরিপোর্ট২৪ প্রতিনিধি : জাতীয় গ্রিডে চলতি মাসেই যোগ হবে আরো ২২০ মেগাওয়াট বিদ্যুৎ। নারায়নগঞ্জের ডুয়েল-ফুয়েল কমবাইন্ড পাওয়ার প্লান্ট থেকে এ বিদুৎ পাওয়া যাবে। একই প্লান্ট থেকে আগামী বছরের জুনের মধ্যেই যোগ হবে আরো ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ।

এ বিষয়ে সামিট গ্রুপের চেয়ারম্যান মো: আজিজ খান বলেন, ‘আমরা আশা করছি, লক্ষ্যমাত্রা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।’

সরেজমিনে দেখা যায়, মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ার ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এতে জ্বালানি হিসেবে ব্যবহার হবে ডিজেল। এছাড়াও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ২০১৪ সালের জুনের মধ্যে ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজও প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। বর্তমানে এখানে কমবাইন্ড সাইকেলের কাজ চলছে। এ কাজ আগামী জুনে শেষ হবে।

প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হচ্ছে ৩ হাজার মিলিয়ন ডলার। এতে দীর্ঘ মেয়াদে ইডকল ৩০ মিলিয়ন, নেদারল্যান্ড ও জার্মানি ডিজি এফ এম ১২০ মিলিয়ন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ৪০ মিলিয়ন এবং সামিট গ্রুপ ১১০ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে।

বিদ্যুৎকেন্দ্রটি থেকে প্রতি ওয়াট গ্যাসের উৎপাদিত বিদ্যুৎ দুই টাকা তিন পয়সা এবং ডিজেলের উৎপাদিত বিদ্যুৎ ১১ টাকা ১৬ পয়সা দরে কিনবে সরকার।

বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এএনএম তারিকুর রশিদ জানান, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন হচ্ছে। এ কার্যক্রম ২০১১ সালের আগস্টে শুরু হয়েছে। শেষ হবে ২০১৪ সালের আগস্টে ।

জ্বালানি পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘সরকারের কাছ থেকে গ্যাস পাব বলে আমি শতভাগ আশাবাদী।’

(দিরিপোর্ট২৪/জেজে/এআইএম/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর