thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

২০১৯ মে ২১ ১৩:২৮:৫৭
কুষ্টিয়ায় শিক্ষিকাকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় শহরের একটি আবাসিক হোটেলে শিক্ষিকাকে ধর্ষণের দায়ে শরিফুল ইসলাম নামের এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু আদালতের বিচারক। একই সঙ্গে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই রায় দেন বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান।

আদালত সূত্র জানিয়েছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম একই বিদ্যালয়ের ওই শিক্ষিকাকে নিয়ে ২০১৬ সালের ১৩ মে নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে কুষ্টিয়া শহরে আসেন। শহরের বড় বাজারে আল আমিন হোটেলে মামা-ভাগনি পরিচয় দিয়ে পাশাপাশি দুটি কক্ষ ভাড়া নেন তারা। পরে সকাল সাড়ে ৭ টার দিকে শরিফুল ওই শিক্ষিকার কক্ষে প্রবেশ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন। এরপর অসুস্থ অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর