thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

২০১৯ মে ২৪ ১০:৫৯:০১
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আহমদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ইফতারের সময় নতুন আমদহ গ্রামের বোর্ডপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন (৪০) নিজ ঘরের ফ্যানের সুইচ অন করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে তার গায়ের ওপর পড়ে। এ সময় স্ত্রী নুপুর খাতুন (৩২) তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরিফ হোসেনের মামাত ভাই প্রতিবেশী আব্দুল গনি (২৫) গুরুতর আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিয়ারপুর ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ লালু বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। এক সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর