thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

বিশ্বকাপের ফেভারিট দলগুলোকে হুমকি সাকিবের!

২০১৯ মে ২৪ ১১:২৬:১৩
বিশ্বকাপের ফেভারিট দলগুলোকে হুমকি সাকিবের!

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপের আগে ফেভারিট দলগুলোকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশের সাকিব আল হাসান। আসন্ন বিশ্ব আসরে স্বাগতিক ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া কাগজ-কলমে ফেভারিট হলেও তাদের এখনই শিরোপার দাবিদার মানছেন না তিনি।

বিশ্বসেরা অলরাউন্ডার মনে করেন, নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। সাকিব বলেন, ভারত-ইংল্যান্ড অবশ্যই ফেভারিট। তবে ফেভারিট হলেই শিরোপা পাওয়া যায় না। এ জন্য কঠিন পথ পাড়ি দিতে হয়। অস্ট্রেলিয়া সম্প্রতি ভালো খেলছে। ওয়েস্ট ইন্ডিজ সঠিক সময়ে ছন্দ খুঁজে পেয়েছে। সত্যি কথা বলতে, সব দলই লড়াইয়ের জন্য প্রস্তুত। বিষয়টি নির্ভর করবে কোন দিন কে কেমন খেলে তার ওপর।

বিশ্বকাপের আগে আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন সাকিব। তিনি মনে করেন, এবার বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ আছে বাংলাদেশের।

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে দাপুটে পারফরম করেছেন টাইগাররা। আসন্ন ক্রিকেটের সর্বোচ্চ আসরে নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন হাসান।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর