thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসছে আজ

২০১৯ মে ২৫ ০৮:৪৫:৪০
পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসছে আজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : পদ্মা সেতুর ১৩তম স্প্যানটি শুক্রবার স্থাপনের কথা থাকলেও এটি স্থাপন করা হচ্ছে শনিবার (২৫ মে)।

স্থাপনের জন্য স্প্যানটি ১৫ নম্বর খুঁটির সামনে এনে প্রস্তুত রাখা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার পর স্প্যানবাহী জাহাজ কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয়। সোয়া ১১টার দিকে জাহাজ ১৫ নম্বর খুঁটির কাছে আসার পর স্প্যানটি স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। অ্যাংকরিংয়ের পর দুপুর ২টায় জানানো হয় যে এটি শনিবার বসানো হবে।

এর কারণ সম্পর্কে সেখানে দায়িত্বরত প্রকৌশলী হুমায়ুন কবির জানান, অ্যাংকরিং করার পর দেখা গেছে বাকি যে বেলা রয়েছে তাতে স্প্যানটি বসানোর পর পুরো কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। তাই শনিবার সকালে এটি খুঁটিতে স্থাপন করা হবে। আবহাওয়াসহ নানা কারণে সকালে জেটি থেকে রওনা হতে স্প্যানবাহী জাহাজের কিছুটা বিলম্ব হয়। সব ঠিকঠাক থাকলে এটি আজ শনিবার বসছে।

এই স্প্যানটি স্থাপিত হলে পদ্মা সেতুর প্রায় ২ কিলোমিটার অংশ দৃশ্যমান হবে। ‘৩বি’ নামের স্প্যানটি মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারে বসানো হচ্ছে। ১৫০ মিটার দীর্ঘ স্প্যানটির ওজন তিন হাজার ১৪০ টন।

(দ্য রিপেোর্ট/এনটি/মে ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর