thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বান্দরবানে অপহৃত আ’লীগ নেতার লাশ উদ্ধার

২০১৯ মে ২৫ ১৭:১৪:১৭
বান্দরবানে অপহৃত আ’লীগ নেতার লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি: জেলার সদর উপজেলায় অপহৃত সেই আওয়ামী লীগ নেতা চথোই মং মারমার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার উজি হেডম্যানপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত চথোই মং মারমা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৫নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ছিলেন।

এর আগে বুধবার রাত ৯টার দিকে বান্দরবান সদরের ওজি হেডম্যানপাড়া এলাকার নিজ খামারবাড়ি থেকে অস্ত্রেরমুখে তাকে মুখ বেঁধে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুপুরে ওই এলাকার খামারবাড়ির এক কিলোমিটার দূরে গহীন জঙ্গলে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বান্দরবান সদরের ওজি হেডম্যানপাড়া এলাকার নিজ খামারবাড়ি থেকে অস্ত্রের মুখে সশস্ত্র দুর্বৃত্তরা বান্দরবান পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর চথোই মং মারমাকে অপহরণ করে।

খবর পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে অভিযানে নামে আইনশঙ্খলা বাহিনী।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর