thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আফগানদের পাত্তাই দেয়নি ইংল্যান্ড

২০১৯ মে ২৮ ০০:০০:৫৫
আফগানদের পাত্তাই দেয়নি ইংল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে উড়তে থাকা আফগানিস্তানকে মাটিতে নামালো ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের স্বাগতিক দেশটি ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সোমবার টস জেতার পর আফগানদের ব্যাট করতে পাঠায় ইংলিশরা।

লন্ডনের কেনিংটন ওভালে ব্যাট হাতে মাঠে নেমে বিপাকে পড়তে হয় আফগানদের। ইংলিশ বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে মাত্র ১৬০ রানের গুটিয়ে যায় আফগানিস্তান।

মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় এইউন মরগ্যান নেতৃত্বাধীন দলটি।

আফগানদের হয়ে একমাত্র উইকেটটি তুলে নেন মোহাম্মদ নবী। ২২ বলে ৩৯ রান করা জনি বেয়ারেস্টোকে ফিরিয়ে দেন তিনি।

ইংল্যান্ডের হয়ে শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রান তুলে ক্রিজে ছিলেন জেসন রয়। অন্যদিকে ৩৭ বলে ২৯ রান করে অপরাজিত ছিলেন জো রুট।

এর আগে আফগানদের হয়ে ৪২ বলে ৪৪ রান করেন মোহাম্মদ নবী। ইংল্যান্ডের জার্সিতে তিনটি করে উইকেট আদায় করেন জফরা আর্চার ও জো রুট। মঈন আলী ও বেন স্টোকস একটি করে উইকেট তুলে নেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/মে ২৭,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর