thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়, ১৭ কোম্পানির অন্তর্ভূক্তি

২০১৯ মে ২৮ ১৩:৫০:২১
সিএসইর শরিয়াহ সূচক সমন্বয়, ১৭ কোম্পানির অন্তর্ভূক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে শরিয়াহ সূচক সমন্বয় করা হয়েছে। এতে ১৭টি কোম্পানিকে অন্তর্ভূক্ত করা হয়েছে। আর সূচকে থাকা কোম্পানিগুলোর মধ্য থেকে ৭টিকে বাদ দেওয়া হয়েছে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সমন্বয় শেষে সিএসই শরীয়াহ সূচকে মোট কোম্পানির সংখ্যা হচ্ছে ১২৭টি। এই সমন্বয় ১১ জুন থেকে কার্যকরী হবে।

নতুন করে শরীয়াহ সূচকে অন্তর্ভূক্ত হওয়া কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্ লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, কে এন্ড কিউ (বাংলাদেশ), নাভানা সিএনজি লিমিটেড, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, এমবি ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমান কটন ফাইবার্স লিমিটেড, কাট্টলি ট্যাক্সটাইল, এম.এল. ডাইং, মতিন স্পিনিং মিলস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, শাশা ডেনিমস লিমিটেড এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।

বাদ যাওয়া কোম্পানি ৭টি হলো- অ্যাডভান্সড ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই), বেক্সিমকো সিনথেটিক্স, জিবিবি পাওয়ার, ওরিয়ন ফার্মা লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ইউনাইটডে পাওয়ার জনোরশেন অ্যান্ড এন্ড ডিস্ট্রিবিউশন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর