thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন কাজল

২০১৯ মে ২৮ ১৯:৫৬:১৩
ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন কাজল

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা চিত্রপরিচালক বীরু দেবগনকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বলিউড তারকারা।

রোববার স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে অজয়-কাজলের বাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এ সময় ঐশ্বরিয়ার সঙ্গে দেখা হওয়ার পর তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী কাজল। এ সময় কাজলকে সান্ত্বনা দেন ঐশ্বরিয়া।

কাজল ও ঐশ্বরিয়ার কান্নার এই ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, স্ত্রী ঐশ্বরিয়ার পাশেই দাড়িয়ে আছেন অভিষেক। এ সময় ঐশ্বরিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন কাজল।

বীরু দেবগনকে শেষ শ্রদ্ধা জানাতে অজয়ের বাসভবনে আরো অনেক তারকাদের ভিড় জমে। এ সময় অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সানি দেওল, ববি দেওল, অনিল কাপুর, অর্জুন কাপুর, বনি কাপুর, রেজা মুরাদ, সুনীল শেঠি, তুষার কাপুরসহ অনেকের উপস্থিতি দেখা গেছে। এছাড়া বাবা বীরু দেবগনের মরদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় ছেলে অজয় দেবগনকে।সূত্র : হিন্দুস্তান টাইমস

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর