thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

নির্বাচনে অংশ নিতে পারবে ব্রাদারহুড : ফাহমি

২০১৩ নভেম্বর ০৯ ১৯:৫৭:১৫
নির্বাচনে অংশ নিতে পারবে ব্রাদারহুড : ফাহমি

দিরিপোর্ট২৪ ডেস্ক : মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি মিসরের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী নাবিল ফাহমি। খবর রয়টার্সের।

গত শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চের দিকে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানান।

ফাহমি বলেন, ‘ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি এখনও মিসরের একটি বৈধ রাজনৈতিক দল। আগামী নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তাদের কোনো বাধা নেই।’

এ সময় তিনি আগামী নির্বাচনই এ সরকারের শেষ পদক্ষেপ বলে উল্লেখ করেন।

আগামী ডিসেম্বরে দেশটিতে একটি নতুন সংবিধান তৈরি করা হবে বলেও তিনি জানান। এ বিষয়ে ৫০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, দেশটিতে চলতি বছরের ৩ জুলাই প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর থেকেই মুসলিম ব্রাদারহুড এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে আসছে। বিক্ষোভকারীদের ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় এ পর্যন্ত শতাধিক লোক নিহত হয়েছে। আহত হয়েছে দুই হাজারেরও বেশি। বিচারের মুখোমুখি করা হয়েছে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসিকে।

(দিরিপোর্ট২৪/এসকে/এমডি/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর