thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

ইংল্যান্ড বড় সংগ্রহের পথে

২০১৯ মে ৩০ ১৮:৩৪:৩৫
ইংল্যান্ড বড় সংগ্রহের পথে

দ্য রিপোর্ট ডেস্ক : ইনিংসের প্রথম ওভারেই উইকেট তুলে নেন ইমরান তাহির। দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক মারেন জনি বেয়ারস্টো। সেই ধাক্কা জেসন রয় ও জো রুট সামলে নেন। গড়েন ১০৮ রানের জুটি। পরে চার রানের ব্যবধানে দুই উইকেট তুলে নেন প্রোটিয়ারা। ব্যাটে এসে মরগান দারুণ এক ইনিংস খেলে আউট হন। এরপর বাটলার-স্টোকসের ব্যাটে বড় সংগ্রহের পথে আছে ইংল্যান্ড।

সর্বশেষ খবর পর্যন্ত ইংল্যান্ড ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪৬ রান তুলেছে। জেসন রয় ৫৪ রানে ফেলুকায়োর বলে এবং জো রুট ৫১ করে রাবাদার বলে আউট হন। অধিনায়ক ইয়ন মরগান খেলেন ৫৭ রানের ইনিংস খেলে তাহিরের বলে আউট হন। বেন স্টোকস ৬২ রানে ক্রিজে আছেন। সঙ্গী জস বাটলারের সংগ্রহ ১৬ রান।

এর আগে টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডু প্লেসিস। উইকেট অনুযায়ী, টসে জেতা দল শুরুতে বোলিং নিতো এ নিয়ে খুব একটা দ্বিমত ছিল না।

ঝলমলে রোদে দিন শুরু হয় ওভালে। উইকেট এবং আবহাওয়া বিশ্লেষণে মাঠে নামেন সাবেক দুই তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি এবং নাসের হুসেইন। বেশ ভালো রান উঠবে বলেই তাদের মত। তবে শুরুর কয়েক ওভার বিপাকে পড়তে হবে ব্যাটসম্যানদের।

জোফরা আর্চারকে নিয়েই একাদশ সাজিয়েছে ইংল্যান্ড। লিয়াম প্লাঙ্কেট এবং ক্রিস ওকস আছে তার সঙ্গে পেস আক্রমণে। দুই স্পিনার নিয়ে খেলছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারকে ছাড়াই খেলছে। আন্দালি ফেলুকায়ো এবং ডোরাইন প্রিটোরিয়াসের মতো অলরাউন্ডার নিয়ে দল সাজিয়েছে প্রোটিয়ারা।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধি.), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও আদিল রশীদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, জেসি ভ্যান ডার ডোসন, জেপি ডুমিনি, আন্দালি ফেলুকায়ো, ডোরাইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ইমরান তাহির।

(দ্য রিপোর্ট/একেএমএম/মে ৩০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর