thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ব্যাকফুটে থেকেই কিউইদের মুখোমুখি লঙ্কানরা

২০১৯ জুন ০১ ১১:০০:১৫
ব্যাকফুটে থেকেই কিউইদের মুখোমুখি লঙ্কানরা

দ্য রিপোর্ট ডেস্ক: শুরু হয়ে গেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। চলতি আসরে আজ নিজের প্রথম ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেরারিট দল নিউজিল্যান্ড। কার্ডিফ সিটির সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।

আইসিসি র‌্যাংকিংয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কিউইরা। অন্যদিকে, লঙ্কানদের অবস্থান নবম। তাই বলাই যায় যে, শ্রীলঙ্কাকে জিততে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

এছাড়া সময়টাও দুর্দান্ত যাচ্ছে নিউজিল্যান্ডের। ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসনদের নিয়ে গড়া বোলিং শক্তি বেশ কার্যকর। সঙ্গে রস টেইলর, কেন উইলিয়ামসন, হেনরি নিকোলসের মতো অভিজ্ঞরা রয়েছেন দলে। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে পেয়েছিল দাপুটে জয়। শেষ দশ ম্যাচের ছয়টি ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
অন্যদিকে শ্রীলঙ্কার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। কখনো ভালো ক্রিকেট খেলছে তো কখনো খেলছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ তিন ওয়ানডেতে হেরেছে তারা। আবার চলতি বছর মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে লঙ্কানরা।

তবে দলে রয়েছেন থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলা ম্যাথিউজের মতো ক্রিকেটার। তাই প্রথম ম্যাচে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত শ্রীলঙ্কা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর