thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

২০১৯ জুন ০২ ১০:৫০:২৭
সুনামগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ফাতাইরা ইউনিয়নে বাস-লেগুনা সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়ও জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিমন পরিবহনের একটি বাস দিরাইয়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল। এ সময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ছয় জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত পাঁচ জন। হতাহতরা সবাই লেগুনার আরোহী।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। সড়কের দুই পাশে যান চলাচল আপাতত বন্ধ আছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর