thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

২০১৯ জুন ০২ ১২:৩৮:১৪
বিশ্বকাপ মিশন শুরু টাইগারদের

দ্য রিপোর্ট ডেস্ক : দেশের ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এই দলটিকেই সেরা দল মনে করা হচ্ছে। তামিম ইকবাল-সাকিব আল হাসান-মুশফিকুর রহিম-মাশরাফি বিন মতুর্জার মতো বিশ্বসেরা কয়েকজন ক্রিকেটার রয়েছেন টাইগারদের দলে। ২০০৭ সালে খেলা বিশ্বকাপ দলেও ছিলেন তারা। তিনটি বিশ্বকাপের অভিজ্ঞতা সম্পন্ন দলটির কাছে ভক্তদের প্রত্যাশা অনেক।

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ আজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকার সামর্থ্যে প্রশ্ন নেই কারোই। ফাফ ডু প্লেসিস, কাগিসো রাবাদা, এইডেন মার্করামরা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সেরা প্রজন্মের একটি। এই দলটিকে নিয়ে এবারের আসরে খুব আলোচনা না হলেও নিজেদের দিনে তারা চমকে দিতে পারে যে কোনো দলকেই।

ক্রিকেটীয় পরিসংখ্যানের হিসেবে বাংলাদেশের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দুদলের মুখোমুখি হওয়া ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭টিতে। টাইগারদের জয় বাকি তিন ম্যাচে। তবে বাংলাদেশকে প্রেরণা যোগাবে বিশ্বকাপের পরিসংখ্যান। বিশ্বকাপে খেলা তিন ম্যাচে বাংলাদেশের জয় একটিতে।

কেনিংটন ওভালে খেলতে নামার আগে তামিম-সাকিবদের প্রেরণা যোগাবে ২০০৭ সালের বিশ্বকাপ। সেবার সুপার এইটে জ্যাক ক্যালিস-গ্রায়েম স্মিথদের দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে এনেছিল বাংলাদেশ।

তামিম ইকবালের ইনজুরি নিয়ে বাংলাদেশ শিবিরে ইনজুরির ছোট একটু সমস্যা থাকলেও প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে দেশ সেরা এই ওপেনার। অন্যদিকে ইনজুরির সমস্যা রয়েছে প্রোটিয়া শিবিরেও। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোফরা আর্চারের বাউন্সারে আঘাত পেয়েছিলেন হাশিম আমলা। আজ তাকে পাওয়া যাবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। শনিবার দলের সাথে অনুশীলন করেননি এই ওপেনার।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, রাসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।


(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর