thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

জয় দিয়ে অভিযান শুরু টাইগারদের

২০১৯ জুন ০২ ২৩:৩২:৩৯
জয় দিয়ে অভিযান শুরু টাইগারদের

দ্য রিপোর্ট ডেস্ক :অত:পর দারুণ এক জয় দিয়েবিশ্বকাপ ক্রিকেটে যাত্রাশুরু করলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে ২১ রানের ব্যবধানে হারিয়ে টাইগাররা ছিনিয়ে আনলো এক লড়াকু জয়।

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম করলেন ফিফটি, উপহার দিলেন বিশ্বকাপে রেকর্ড জুটি। শেষটায় ঝড় তুললেন মাহমুদউল্লাহ, বাংলাদেশ পেল ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। বোলাররাও রাখলেন সম্মিলিত অবদান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ।

বাংলাদেশের ২১ রানের জয়

জিততে রেকর্ড গড়তে হতো দক্ষিণ আফ্রিকাকে। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো লক্ষ্য তাড়ায় সফল হতে হতো। বাংলাদেশের বোলারদের সম্মিলিত অবদানে পারেনি ফাফ দু প্লেসির দল।

৩৩১ রান তাড়ায় ৮ উইকেটে ৩০৯ রান করে দক্ষিণ আফ্রিকা।

৬৭ রানে ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ সাইফ উদ্দিন ২ উইকেট নেন ৫৭ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিঠুন ২১, মাহমুদউল্লাহ ৪৬*, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫*; এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, তাহির ১০-০-৫৭-২, দুমিনি ১-০-১০-০)

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৯/৮ (ডি কক ২৩, মারক্রাম ৪৫, দু প্লেসি ৬২, মিলার ৩৮, ফন ডার ডাসেন ৪১, দুমিনি ৪৫, ফেলুকোয়ায়ো ৮, মরিস ১০, রাবাদা ১৩*, তাহির ১০*; মুস্তাফিজ ১০-০-৬৭-৩, মিরাজ ১০-০-৪৪-১, সাইফ ৮-১-৫৭-২, সাকিব ১০-০-৫০-১, মাশরাফি ৬-০-৪৯-০, মোসাদ্দেক ৬-০-৩৮-০)

(দ্য রিপোর্ট/ টিআইএম/২জুন,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর