thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

২০১৯ জুন ০৩ ০০:৫৫:৫০
টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

দ্য রিপোর্ট ডেস্ক : আইসিসি ২০১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব সদস্য, কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, সমগ্র জাতি আজ দলের প্রতিটি সদস্যের তেজস্বিতা ও তাদের অসাধারণ নৈপুণ্য প্রত্যক্ষ করেছেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ ক্রিকেট দল তাদের দলগত নৈপুণ্য অক্ষুণ্ণ রেখে বিজয়ী হওয়ার মনোভাব ধরে রাখতে সক্ষম হবে।

রোববার যুক্তরাজ্যের ওভালে অনুষ্ঠিত খেলায় দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে পরাজিত করে টাইগাররা।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর