thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

২০১৯ জুন ০৩ ০৯:৪৭:৩৯
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আটকের পর সোমবার ভোরে তাকে নিয়ে হোয়াইক্যং এলাকার কাটাখালী এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মুফিজুর রহমান ওরফে প্রকাশ মুফিজ (৩৭)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী গ্রামের সাবেক মেম্বার গোলাম আকবরের ছেলে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মাদক ব্যবসায়ী মফিজকে আটকের পর তার তথ্য অনুযায়ী হোয়াইক্যং কাটাখালী এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মুফিজকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ওসি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর