thereport24.com
ঢাকা, সোমবার, ১০ ফেব্রুয়ারি 25, ২৮ মাঘ ১৪৩১,  ১১ শাবান 1446

ফিনল্যান্ড রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

২০১৯ জুন ০৩ ১১:৪৪:২৫
ফিনল্যান্ড রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: একটানা তিন দেশ সফরের শেষ ধাপে সৌদি আরব থেকে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার রাত ১টা ২৫ মিনিটে সৌদি আরবের জেদ্দা বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হতে লুফথানসা এয়ারের এলএইচ-৬৫৩ ফ্লাইটে করে ফিনল্যান্ডের হেলসিংকির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

এর আগে মদিনায় মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা জেয়ারত করেন এবং মক্কায় পবিত্র ওমরাহ পালন করেন তিনি।

২৮ মে প্রধানমন্ত্রী আবে শিনজোর আমন্ত্রণে নিকেই সম্মেলন ও দ্বিপাক্ষিক সফরের জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সফর শেষে বাদশার আমন্ত্রণে ৩১ মে সৌদি আরব সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দেন এবং মুসলিম বিশ্বের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী ৮ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর