thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

থ্রিলার জেতা পাকিস্তান দলকে ইমরান খানের অভিনন্দন

২০১৯ জুন ০৪ ১০:৪৭:০১
থ্রিলার জেতা পাকিস্তান দলকে ইমরান খানের অভিনন্দন

দ্য রিপোর্ট ডেস্ক : শ্বাসরূদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানো পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জেতা সাবেক অধিনায়ক ইমরান খান। জয়ের ধারাবাহিকতা দল ধরে রাখবে বলে বিশ্বাস তার।

সোমবার নটিংহ্যামের ট্রেন্টব্রিজে ইংল্যান্ডকে ১৪ রানে হারায় সরফরাজ আহমেদের দল। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৩৪৮ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ৮ উইকেটে ৩৩৪ রানে থেমে যায় ইংলিশদের রানের চাকা। টানা এগারো ম্যাচে হারার পর যেন থ্রিলার জয়ের আনন্দে মাতে পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারের পর উজ্জীবিত হয়ে উঠেছে তারা।

অসাধারণ এই জয়ের পর নিজের পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ইমরান খান, “আমাদের ছেলেরা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। টানা পরাজয়ে পর এমন একট অসাধারণ জয়ের তাদের প্রয়োজন ছিল। আমার বিশ্বাস এই জয়ের ধারবাহিকতা তারা অব্যাহত রাখবে।”

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর