thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঈদযাত্রায় সিরাজগঞ্জের সড়কে ঝরল ৪ প্রাণ

২০১৯ জুন ০৪ ১০:৫০:৪৭
ঈদযাত্রায় সিরাজগঞ্জের সড়কে ঝরল ৪ প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩ জন। মঙ্গলবার ভোর ৪টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে যাত্রীবাহী বাস গাইবান্ধা যাচ্ছিল। নগরবাড়ি-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার শিমলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে অভিযান চালিয়ে চারজনের লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সেরাজুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর