thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা মাশরাফীর

২০১৯ জুন ০৪ ১১:০৪:১৭
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা মাশরাফীর

দ্য রিপোর্ট ডেস্ক : কাল বা পরশু ঈদ। পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এবারের ঈদটা দেশে কাটাতে পারছে না দলের সদস্যরা। বিশ্বকাপ মিশনে থাকায় তাদের ঈদ কাটবে ইংল্যান্ডে।

ঈদের আগেই অবশ্য দেশবাসীকে ঈদের আনন্দে মাতিয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুভ সূচনা করেছে তারা। দূর দেশে থেকেও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুললেন না মাশরাফী। এক সংবাদমাধ্যকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক বলেন, “সবাইকে ঈদের শুভেচ্ছা। ভাল থাকবেন দোয়া করবেন। আমাদের খেলাই ঈদ।”

মাশরাফী ছাড়াও সেখানে তার সাথে ছিলেন স্ত্রী সুমনা হক সুমি। ঈদটা কিভাবে কাটাবেন এমন প্রশ্নে তিনি বলেন, “ঈদটা আসুক, তাহলে বলতে পারব। এমনি বলতে গেলে ভালোই লাগছে।” এছাড়া তার সন্তানরাও সবাইকে ঈদ শুভেচ্ছা জানান।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার লন্ডনের কেনিংটন ওভালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেও জয় পেতে মরিয়া তারা। কিউদের বিপক্ষে টাইগাররা জয় পেলে ঈদের মধ্যে আরো একবার আনন্দে ভাসার উপলক্ষ পাবে দেশবাসী।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৪,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর