thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ঈদের সকালে দুই জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ

২০১৯ জুন ০৫ ১০:২৫:০৬
ঈদের সকালে দুই জেলায় সড়কে ঝরল ৮ প্রাণ

দ্য রিপোর্ট ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে সড়ক দুর্ঘটনায় দুই জেলায় ৮জন প্রাণ হারিয়েছেন। সকাল ৭টার দিকে ফরিদপুরের এ দুর্ঘটনায় পাঁচজন এবং সকাল সাড়ে ৬টার দিকে লালমনিরহাটে তিনজন নিহত হয়েছেন।

ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শিমুলতলা বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের শহীদ মিনারে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এতে ঘটনাস্থলেই দুজন এবং লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হন অন্তত আরও ১০জন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জুন ০৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর