thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

সন্ধ্যায় কিউই বধে নামছে বাংলাদেশ

২০১৯ জুন ০৫ ১০:৩০:১৯
সন্ধ্যায় কিউই বধে নামছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ মিশন শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে নিয়ে কিউই বধে মাঠে নামবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় লন্ডনের কেনিংটন ওভালে মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটিতে জিতে ঈদ উপলক্ষে দেশবাসীকে আরো একবার আনন্দে ভাসানোই লক্ষ্য থাকবে টাইগারদের।

নিউজিল্যান্ডকে হারিয়ে এই ইংল্যান্ডের মাটিতেই ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। এবার দুই দলের লড়াইয়ের ফলাফল কী হবে তা সময়ই বলে দেবে। তবে দক্ষিণ আফ্রিকার মত ফেভারিটকে হারিয়ে এবার কিউইকে বধ করার জন্যও মুখিয়ে আছে সাকিব-তামিম-মুশফিকরা।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচও খেলেছে ওভালে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উইকেট থাকবে ভিন্ন। আর তাই এই ম্যাচে ভেন্যুর চরিত্র ‘নতুন’ ঠেকতে পারে বাংলাদেশের কাছে। প্রথম ম্যাচ কার্ডিফে খেলা কিউইদের কাছেও এই ভেন্যু বুধবার অচেনা হয়ে হাজির হতে পারে। কারণ, ভারতের বিপক্ষে ওয়ার্ম-আপ ম্যাচে কিউইরা ওভালে যে ধরনের উইকেট পেয়েছিল, টাইগারদের বিপক্ষে ম্যাচে উইকেট এর চেয়ে বেশ ভিন্ন হওয়ারই আভাস মিলছে।

অনুমিত সবুজাভ উইকেটে দুই দলই নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে। সহ-অধিনায়ক টম লাথামের কথায় কিউইদের সর্বশেষ ম্যাচের দল নামানোর ব্যাপারটি একপ্রকার নিশ্চিত।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশনটাও দারুণ হয়েছে। প্রথম ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় তারা। তাছাড়া বাংলাদেশকে ভালো করেই চেনা দলটির। ফেব্রুয়ারিতে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লাল-সবুজদের হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।

বিশ্বকাপ মঞ্চ বলে এখানে আগের হিসাব খাটবে না। তাছাড়া বাংলাদেশও আছে তুমুল ফর্মে। বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পা রাখার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

ম্যাচটিতে জয় পেতে মরিয়ে থাকবে উভয় দল। সেক্ষেত্রে বাঁধ সাধতে পারে বৃষ্টি। আশার কথা, বৃষ্টি এই ম্যাচ অন্তত পুরোটা নষ্ট করবে না বলেই পূর্বাভাস!

(দ্য রিপোর্ট/একেএমএম/জুন ০৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর