thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পিয়াস করিমের বাসায় হামলা

২০১৩ নভেম্বর ০৯ ২০:২৭:২৭
পিয়াস করিমের বাসায় হামলা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক পিয়াস করিমের বাসায় হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

পিয়াস করিম এ প্রসঙ্গে দিরিপোর্ট২৪কে জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত তার ধানমন্ডির ৫ নম্বর রোড, ২৪ নং বাসায় হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে বাসায় না পেয়ে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং বাসার দারোয়ানের পায়ে গুলি করে।

রমনা জোনের ডিসি মারুফ হাসান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক পিয়াস করিমের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার দারোয়ান আহত হয়েছেন। তবে গুলির বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।

তিনি আরো জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(দিরিপোর্ট২৪/এম/এন/এমএআর/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর