thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু

২০১৯ জুন ০৬ ১১:৫৭:২২
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকারের সঙ্গে বাসের ধাক্কায় বান্দু মোল্লা (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

চালক বান্দু মোল্লা (৪০) সাভার উপজেলার কাঠগড়া এলাকার রবিউল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের বাথুলি বাসস্ট্যান্ডে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান প্রাইভেটকারের চালক।
গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর